প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিট এর উদ্যোগে ও রেড ক্রিসেন্ট জাতীয় সদর দপ্তরের সহযোগিতায় হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ৩নং ইনাতগঞ্জ ও ৪নং দীঘলবাগ ইউনিয়নে বন্যা ক্ষতিগ্রস্থ ৭০০ পরিবারের মাঝে জরুরী ত্রান বিতরণ করা হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিট এর সেক্রেটারী আতাউর রহমান সেলিম-এর নেতৃত্বে উক্ত ত্রান বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এতে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান সফিকুল বারী আউয়াল, কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান শামীম, সহকারী পরিচালক ও জাতীয় সদর দপ্তরের প্রতিনিধি আব্দুল করিম, জুনিয়র সহকারী পরিচালক খন্দকার শফিউল আলম, ৪নং দীঘলবাগ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ মিয়া, হবিগঞ্জ যুব রেড ক্রিসেন্ট এর সাবেক যুব প্রধান পংকজ কান্তি দাশ পল্লব, বর্তমান যুব প্রধান আশিষ কুমার কুরি, ডাঃ নিজামুল, আব্দুস শহীদ, রুবেল আহমেদ, লিমন আহমেদ, রাসেল আহমেদ, মিঠু দেব, সারওয়ার হোসেন, ইকবাল মিয়া, খলিলুর রহমান রুবেল, শাহিন আহমেদ, জয় দাশ, গোলাপ মিয়া, হাবিবুর রহমান প্রমূখ। উক্ত ত্রান সামগ্রীর মধ্যে ছিলো প্রত্যেকের জন্য ৫ কেজি চিড়া, ২ কেজি চিনি, ১ ডজন মোমবাতি, ১০টি খাবার স্যালাইন ও ১ ডজন দিয়াসলাই দেয়া হয়।