স্টাফ রিপোর্টার ॥ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে তার নিজ জেলা হবিগঞ্জে মানববন্ধন করা হয়েছে। মামলা প্রত্যাহারের দাবিতে জেলার বিভিন্ন স্থানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মামলা প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনের হুমকি দেয়া হয় এসব মানববন্ধনে। গতকাল মঙ্গলবার সকাল দুপুরে জেলা শহরের প্রাণকেন্দ্র টাউন হলের সামনে মানববন্ধনের আয়োজন করে ‘অভিযাত্রী’ নামে একটি সামাজিক সংগঠন। এতে বক্তব্য রাখেন রুখনোর রহমান, ফয়সল উদ্দিন অর্পন, আল-আমিন, নাসির উদ্দিন জসিম, বিজন দাস, ফখরুল ইসলাম তালুকদার, কাজী আমিন, ফয়সল আহমেদ তুষার, মিজানুর রহমান, তৌহিদুর রহমান সোহেল, ইমরান সোহাগ প্রমুখ। বক্তরা বলেন, মানবতার ফেরিওয়ালা, তরুণ সমাজের আইডল ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে পরিকল্পিত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় সকল শ্রেণি পেশার মানুষকে নিয়ে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে। এদিকে সকাল সাড়ে ১০টায় শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ পয়েন্টে ‘শায়েস্তাগঞ্জ উপজেলাবাসী’ ব্যানারে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় বানিয়াচং উপজেলার জনাব আলী ডিগ্রী কলেজের সামনে ‘উপজেলার সর্বস্তরের শিক্ষার্থীবৃন্দের’ ব্যানারে মানববন্ধন করা হয়।