নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়ন বিএনপির উদ্দোগে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত সোমবার এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। কালিয়ারভাঙ্গা ইউনিয়ন বিএনপি নেতা সাবেক মেম্বার আরজু মিয়ার সভাপতিত্বে ও বিএনপি নেতা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আবুল ফজল ও শ্রমিক নেতা সমশের উদ্দিনের যৌথ পরিচালনায় এতে বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান সাবেক উপজেলা বিএনপির সভাপতি খালেদ আহমেদ পাঠান, নবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, সাবেক চেয়ারম্যান হাজ্বী আব্দুল মোক্তাদির চৌধুরী, পৌর বিএনপির সহ-সভাপতি আশফাকুজ্জামান চৌধুরী নোমান, সাবেক পৌর কাউন্সিলর রুহুল আমিন রফু, ছালিক মিয়া চৌধুরী, সাইফুল ইসলাম মালিক, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডাঃ আব্দুল আলীম ইয়াছিনী, সাংগঠনিক সম্পাদক যুবরাজ গোপ, মুরশেদ আহমদ, সাহেব আলী, মনর উদ্দিন, হারুন মিয়া, যুবদল নেতা শাহেদুল ইসলাম চৌধুরী রিপন, আহমদ ঠাকুর রানা, জিতু মিয়া সেন্টু, ইউনিয়ন শ্রমিকদল সভাপতি সাবেক মেম্বার আজিম উদ্দিন, সাধারণ সম্পাদক হাসান আলী প্রমুখ। বক্তরা বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন সংগ্রামে আগামীতে কালিয়ারভাঙ্গা ইউনিয়নে বিএনপির নেতা কর্মীরা রাজপথে অগ্রনী ভূমিকা পালন করবে।