মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর পৌর শহরের পূর্ব মাধবপুর গ্রামে মঙ্গলবার রাতে স্বামীর নির্যাতন সইতে না পেরে জোসনা আক্তার (৩০) নামে ৩’সন্তানের জননী বিষপানে আত্মহত্যা করেছে। সে ওই এলাকার খোরশেদ মিয়ার স্ত্রী। জোসনার মৃত্যুর পর স্বামী খোরশেদসহ পরিবারের সদস্যরা পালিয়ে গেছে। জোসনার ৮ বছরের ছেলে ইকরাম জানান-তার পিতা খোরশেদ মা জোসনাকে প্রায়ই মারধোর করতেন। গতকাল বিকালে তার চাচাতো বোনের বৌ-ভাত অনুষ্ঠানে যাওয়াকে কেন্দ্র করে ঝগড়া লাগে। এক পর্যায়ে প্রচন্ড মারধোর শুরু করে। আমি বাচাঁতে গেলে আব্বা আমাকে মারধোর করে। সন্ধ্যায় মা বিষপান করে। আমাদের চিৎকারে লোকজন এসে আমার পিতাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে মারা যান। জোসনা মারা যাওয়ার খবর পেয়ে স্বামী খোরশেদ ও তার পরিবারের সদস্যরা পালিয়ে গেছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ কে.এম.আজমিরুজ্জামান জানান-লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করা হবে।