স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ফল ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক। দুপুর ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জয়নাল আবেদীন। এতে উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম ও জেলা মৎস্য অফিসার আশরাফ উদ্দিন। ফল ব্যবসায়ীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন-ফলকে সতেজ রাখার জন্য ফরমালিন ব্যবহার করা হয়। এসব ফল খেলে মারাত্ম ক্ষতি হয়। ফলে অধিক মুনাফার লোভে কেউ যাতে ফরমালিন মেশানো ফল বিক্রি না করেন সেদিকে সতর্ক থাকার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক।
মোতাচ্ছিরুল ইসলাম ফরমালিনযুক্ত ফল বিক্রি না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।