স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে পরকিয়া প্রেমের বলি গিলানী চা বাগানের অমর তাতী হত্যা মামলার এজাহার ভুক্ত ২ আসামীকে পুলিশ। গতকাল সোমবার দুপুরে চুনারুঘাট থানার এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ হবিগঞ্জ শহরের বেবীস্টান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হল গাজীপুর গ্রামের মরম আলীর পুত্র কবির মিয়া (৩৫) এখলাছ মিয়ার পুত্র জামাল মিয়া (৩৫)। গতকালই তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়।
প্রসঙ্গত, গত ২১ জুন রাতে ওই এলাকার আউয়াল ও পুষ্প তাতী নামে এক মহিলা পরকিয়া প্রেমের কারনে অমর তাতীকে হত্যা করে লাশ চা-বাগানে ফেলে রাখে। পরের দিন পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করে।
এ ঘটনায় অমর তাতীর পুত্র প্রদীপ তাতী বাদী হয়ে চুনারুঘাট থানার একটি হত্যা মামলা দায়ের করে।