স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে স্নœানঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আলিয়াপুঞ্জী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্ররা অংশগ্রহণ করে। এতে ৩-১ গোলে আলিয়াপুঞ্জী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্ররা চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন দল পরবর্তীতে জেলা পর্যায়ের খেলায় অংশ নেবে। খেলায় প্রধান রেফারী ছিলেন ভূগলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল হক। সহকারী রেফারী ছিলেন আনোয়ার আলী ও আব্দুল আলী। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, হবিগঞ্জ প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, বাহুবল মডেল থানার ওসি কামরুজ্জামান, বাহুবল উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর নুর মানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান ইয়াকুত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মজিদ, ইউপি চেয়ারম্যান সামছুদ্দিন তারা, ইউপি চেয়াম্যান কামরুজ্জামান বছির, ইউপি চেয়ারম্যান সাইফুদ্দিন লিয়াকত, সহকারি শিক্ষা অফিসার আব্দুল ওয়াহেদ ও রিংকু দাস, নবীগঞ্জ পৌর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, সাবেক উপজেলা ছাত্রলীগের রশিদ আহমেদ প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন পিআইও আশিষ কর্মকার। অনুষ্ঠান শেষে রানার্সআপ ও চ্যাম্পিয়ন দলের অধিনায়কসহ খেলোয়াড়দের হাতে ট্রপি তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। উল্লেখ্য এ টুর্নামেন্টে উপজেলার ১০৩টি প্রাইমারী স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। টুর্নামেন্টের আয়োজন করেন উপজেলা শিক্ষা অফিস। আজ মঙ্গলবার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।