চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের যাত্রাগাঁও গ্রামের আব্দুস সহিদের পুত্র কবির মিয়া (৪০) কে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে চুনারুঘাট থানার এসআই মহিউদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ রবিবার সাড়ে ৭টার দিকে ইছালিয়া ব্রীজের সামন থেকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ ধরে মাদক মামলার পলাতক ওয়ারেন্ট আসামী কবির মিয়া পুলিশের চোখে ফাঁকি দিয়ে আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছিল। যাহার মামলা নং-০৩/২০১৯ই।
চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক নান্টু গ্রেফতারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।