নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা সৎঙ্গের অর্থ সম্পাদক বিশিষ্ট চিকিৎসক ডাঃ মিহির লাল সরকারের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানান নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের কার্য্যকরী কমিটির নেতৃবৃন্দ। শোক জ্ঞাপনকারীরা হলেন, নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের সাবেক সভাপতি ডাঃ মৃনাল কান্তি দাশ বাদল, সিনিয়র সহ-সভাপতি রশময় শীল, সহ-সভাপতি অরুন বিজয় দাশ, সহ-সভাপতি সুব্রত দাশ, রাখাল চন্দ্র দাশ, বিধু ভুষন গোপ, তাপস বনিক, মৃম্ময় কান্তি দাশ বিজন, সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, ডাঃ নরেশ দাশ, বৌদ্ধ গোপ, রতিশ দাশ, নিখিল সুত্রধর, বাবুল পাল, শংকর গোপ, তনয় কান্তি ঘোষ অনজন, গৌর মোহন দাশ, দিপক পাল, নিতেশ দাশ, সজল চন্দ্র দেব, সুশান্ত শীল, নারায়ন চন্দ্র দাশ, দিপন দাশ, নয়নমনি সরকার, বিজিত দেব, নয়র দাশ, যাদব সুত্রধর, হৃদয় শীল সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।