স্টাফ রিপোর্টার ॥ শহরের খোয়াই ব্রীজ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদের ১৫ দিনের মাথায় আবারো দোকানপাট নির্মাণ করতে শুরু করেছে কতিপয় ব্যক্তিরা। শুধু তাই নয়, পানি উন্নয়ন বোর্ডের কাটা তারের বেড়া উপড়ে ফেলে দখল করে চাপটা ও তীর পালের তাবু স্থাপন করে ব্যবসা শুরু করেছে। সম্প্রতি কিবরিয়া ব্রীজ থেকে খোয়াই ব্রীজ হয়ে কামড়াপুর ব্রীজ পযর্ন্ত নদীর পাড়ে ঘটে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায় ওই ব্রীজ থেকে বগলা বাজার মাছ হাটা পর্যন্ত এ স্থাপনা তৈরি হচ্ছে।