মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে রাস্তার গাছ কেটে নিয়ে যাওয়ার সময় প্রশাসনের হাতে আটক হলেন স্কুল শিক্ষক। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর- গোপিনাথপুর সড়কের গাছ কেটে নেওয়ার সময় চৌমুহনী খুরশীদ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক লুৎফর রহমানকে আটক করেছে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মতিউর রহমান খাঁন। উল্লেখিত সড়কের গাছ কাটার খরব পেয়ে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ নিয়ে অভিযান পরিচালনা করেন ম্যাজিষ্ট্রেট সড়কের ৮টি গাছ জব্দ করে। এবং গাছ কাটার মূল নায়ক লুৎফর রহমানকে আটক করে পরবর্তীতে ১০ হাজার টাকা জরিমান আদায় করে তাকে ছেড়ে দেওয়া হয় বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়।