স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পশ্চিম মোহনপুর এলাকায় পানিবন্দি হয়ে পড়েছেন শতাধিক পরিবার। এতে চরম দূভোগ পোহাতে হচ্ছেন স্কুল, কলেজ শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা। এমন অবস্থান থেকে অবসান চান এলাকাবাসী।
এই রাস্তাটি দিয়ে ছাত্র ছাত্রীরা টাউন মডেল প্রাথমিক বিদ্যালয়, জেকে এন্ড এইচ কে হাই স্কুল ও ফায়যানে মদিনা মাদ্রাসায় আসা যাওয়া করে। কিন্তু জলাবদ্ধতার ফলে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে শিক্ষার্থীদের জীবনে। স্থানীয় বাসিন্দা শামীমুল ইসলাম জানান, দুটি রাস্তা থাকা স্বত্ত্বেও আমরা পানিবন্দি হয়ে বসবাস করছি। কেউ এগিয়ে আসছেন না আমাদের দুঃখ দুদর্শনা থেকে মুক্তি দেয়ার জন্য। এটা খুব দুঃখজনক। তিনি দুটি রাস্তা থেকে যে কোন একটি রাস্তা পুনঃ নির্মাণ করে দেয়ার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের অনুরোধ জানান।