স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার মির্জাপুর থেকে অপহরনের ২৪ ঘন্টার মাথায় স্কুল ছাত্রী মনোয়ারা আক্তার মুন (১৪) কে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহনের মুল হোতা সারোয়ার হোসের সাজুকে আটক করেছে পুলিশ। গত শনিবার গভীর রাতে সদর থানার ওসি তদন্ত জিয়াউর রহমানসহ একদল পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে মুনকে উদ্ধারসহ সাজুকে আটক করে। মুন ঘাটিয়া বাজার এলাকার শাহজান এলাকার শাহজান মিয়ার কন্যা ও হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যায়ের ১০ম শ্রেণীর ছাত্রী।
পুলিশ সুত্রে জানা যায়, সাজু মুন’কে প্রাইভেট পড়তে যাবার সময় শহর থেকে অপহরণ। এ ঘটনায় মুনের পিতা সদর থানায় অভিযোগ দিলে পুলিশ সাজুকে আটক করে থানায় নিয়ে আসে।
সদর থানার ওসি তদন্ত জিয়াউর রহমান জানান, ভিকটিম উদ্ধারসহ অপহরনকারী সাজু থানায় আটক আছে।