প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপি সিনিয়ির ভাইস চেয়াম্যান তারেক রহমানের কারা মুক্তি দিবস উপলক্ষে গতকাল বুধবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জাতীয়তাবাদী ছাত্রদল নবীগঞ্জ থানা পৌর ও কলেজ শাখার ছাত্র দলের উদ্যোগে নবীগঞ্জ নতুন বাজার মোড়ে রায়েছ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও সঞ্জয় বণিকের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন হাবিবুর রহমান হাবিব, রোমান চৌধুরী, সায়েখ চৌধুরী, জসিম চৌধুরী, রাজিব চৌধুরী, লোকমান চৌধুরী, জসিম আহমেদ, হাফিজ তুহিন, শেখ আবু শ্যামা, অর্ণিবান নাগ, সাজু আহমেদ, আবুল কাসেম, আর্শাদ চৌধুরী, আলিফ উদ্দি, কামাল আহমেদ, নিখলেশ দাশ, রোমান আহমেদ, সেলিম মিয়া, তুহিন হামিদ, মোহন কায়ছার, রুনেল, সোয়েব, রাসেল মিয়া, মইনুল ইসলাম, জাকির হুসেন, রাসেল আহমেদ, রুয়েল প্রমূখ। বক্তাগণ বলেন, তারেক রহমান এদেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। কোন ষড়যন্ত্রেই এদেশের মানুষের হৃদয় থেকে তারেক রহমানের নাম মুছতে পারবে না। বক্তব্যের পর একটি মিছিল নবীগঞ্জ ঐতিহ্যবাহী সাধের সামন থেকে বেড় করে সারা শহর প্রদিক্ষন করে নতুন বাজার মোড়ে গিয়ে শেষ হয়।