প্রেস বিজ্ঞপ্তি ॥ সম্প্রতি শায়েস্তাগঞ্জ পৌর জাতীয় পার্টির মতবিনিময় সভা দক্ষিণ শ্যামলীস্থ জেলা জাপার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শায়েস্তাগঞ্জ পৌর জাপা সাধারণ সম্পাদক ফারুক মিয়া। প্রধান অতিথি ছিলেন ১৯ দলীয় জোটের নেতা ও জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব আতিকুর রহমান আতিক। সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতীয় পার্টিকে নতুন করে সাজাতে চাই। এ জন্য দলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ কাজ করতে হবে। এরশাদকে মাইনাস করে কাজী জাফর আহমদের পতাকা তলে এসে সমাবেত হতে হবে। তিনি বলেন, ব্যক্তি চেয়ে দল বড়। কাজী জাফর আহমদই সঠিক নেতা। তাই আমি সকলকে তার নেতৃত্বে আসার জন্য আহবান জানাই। তিনি আরো বলেন, আমি যতদিন বেঁচে থাকবো ততোদিন হবিগঞ্জ-লাখাই’র মাটি ও মানুষের সেবা করে যাব। সভায় উপস্থিত নেতৃবৃন্দ জাপা নেতা আতিকের সাথে একাত্মতা ঘোষনা করেন এবং তাকে আগামী নির্বাচনে ১৯ দলীয় প্রার্থী হিসেবে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দিয়ে তারা বলেন আতিক ভাই যার আমরাও তার। এ সময় উপস্থিত ছিলেন জেলা জাপার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর জিয়াউল হক জিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোতাব্বির হোসেন ফটিক, আয়ুব আলী মেম্বার, নাসির উদ্দিন নাছু, সৈয়দ আখলাক উদ্দিন মুনসুর, শায়েস্তাগঞ্জ পৌর জাপার নেতা সাবেক কাউন্সিলর শাহ এমরান, সহ-সভাপতি জাবেদ আলী, আব্দুর রহিম জিতু, আবুল হাসান, ফকির হুমায়ূন কবির, মুহিব আল হাসান, আলী, যুবসংহতির নেতা রায়হান উদ্দিন নায়েব, মুখলিছ মিয়া, শাহরিয়ার হাসান লিটন, সৈময় তারেক, সেলিম খাঁন প্রমুখ।