আবুল কাসেম, লাখাই থেকে ॥ জাতীয় মৎস্য সপ্তাহ কর্মসূচীর চতুর্থ দিনে শনিবার লাখাইর হাওরে দিন ব্যাপী মোবাইল কোর্ট পরিচালনা করে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ সময় তিন জনকে ১৫শ টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ শাহীনা আক্তার এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা বোরহান উদ্দিন, কৃষি কর্মকর্তা আহসান হাবীব, ওসি মোহাম্মদ এমরান হোসেন। পরে জব্দকৃত জালগুলি লাখাই পুলিশ পাড়ি সামনে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।