নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শী ইউনিয়নের সমরগাঁও গ্রামে রাতের আধারে কে বা কারা একটি পুকুরে বিষ দিয়ে প্রায় অর্ধ লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলেছে। এ ঘটনায় এলাকায় বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এলাকাবাসী সূত্রে জানাযায়, উপজেলার সমরগাঁও গ্রামের তাজুল মিয়ার বাড়ীর একটি পুকুরে গত বুধবার রাতে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে। পরদিন বৃহস্পতিবার দিন থেকে গতকাল শুক্রবার সারা দিন পুকুরে একে একে সারা পুকুরের সমস্ত মাছ মরে ভেসে উঠে। এতে প্রায় অর্ধলক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।