স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের রাকিবুল হাসান নামে ১ম শ্রেণীর এক ছাত্রকে বিষধর কিং খোবরা সাপে ধংশন করেছে। মমূর্ষ অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে ওই গ্রামের জয়নাল মিয়ার পুত্র। গতকাল শুক্রবার সন্ধায় বাড়ির পাশ্ববর্তী মাঠে খেলতে গিয়ে ঝোপ থেকে সাপটি বেরিয়ে এসে তাকে কামড় দেয়। এ ব্যাপারে ওই ছাত্রের অভিভাবক জানান, রাকিবুল খেলার বলটি ঝোপ থেকে আনতে গেলে ওই বিষধর কিং খোবড়া তাকে ধংশন করে। এ সময় তাঁর শোর চিৎকারে আমরা ছুটে যাই এবং তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।