প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ আক্রমপুরস্থ শ্রী শ্রী লোকানাথ আশ্রমের ভূমিদাতা ধিরেন্দ্র চন্দ্র মালাকারের স্ত্রী অঞ্জলী রানী মালাকার (৫২) পরলোক গমন করেছেন। গত ২২ এপ্রিল মঙ্গলবার সকাল ১০টা ১৫ মিনিটে সিলেট রাগিব রাবেয়া কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ওই দিন সন্ধ্যা ৬ টায় শ্রী শ্রী লোকনাথ আশ্রমের শ্মশান ঘাটে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি স্বামী, ২ পুত্র, ২ কন্যা সন্তান ও আত্মীয় স্বজন সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। অঞ্জলী রানী মালাকার এর পরলোক গমনে তার ছেলে ভাগ্যহীন দিপন মালাকার, সুমন মালাকার, ভাগ্যহীনা অনিমা মালাকার ও পূর্নিমা মালাকার সকলের আর্শিবাদ কামনা করেন।