আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাইয়ে অভিযান চালিয়ে প্রায় অর্ধশতাদিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার সময় উপজেলার স্থানীয় বুল্লা বাজারে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) মাসুদ রানা। এ সময় বাজারের বুল্লা মৌজার জে.এল নং ২৮এর ২০২৪, ২৬১৪ ও ২৬০৪ দাগের সরকারী জায়গায় অবৈধ ভাবে দোকানপাট করে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় প্রায় অর্ধশতাদিক দোকান উচ্ছেদ করা হয়। অবৈধ উচ্ছেদকালে সহায়তা করেন লাখাই থানা এসআই মোবারকের নেত্বেতে একদল পুলিশ।