নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা হল রুমে মৎস্য সপ্তাহ-২০১৯ইং উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন প্রধান অতিথি নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) নাজমা বেগম। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আতাউল গণি ওসমানী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাদেক হোসেন, ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মকছুদুল হক প্রমূখ। আলোচনা শেষে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্টিত হয়। পরে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন অনুষ্ঠানের সভাপতি ও অতিথিবৃন্দ।