বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গে যায়যায়দিন পত্রিকার ফ্রেন্ডস ফোরাম এর বর্নাঢ্য আয়োজনে যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সকালে উপজেলা পরিষদ মাঠ থেকে একটি বর্নাঢ্য র্যালী বের করা হয়। উক্ত র্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ ফারুক আমিন, মহিলা ভাইস-চেয়ারম্যান হাসিনা আক্তার, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আতাউর রহমান, রিপোর্টার্স ইউনিটির আজীবন সভাপতি মুক্তিযোদ্ধা শেখ নমীর আলী, উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, উপজেলা প্রেসক্লাব সভাপতি এস,এম খোকন, সম্পাদক কামরুল হাসান কাজল, আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন চৌধুরী, ছাত্রদল নেতা নকিব ফজলে রকিব মাখম, কালেরকন্ঠ বানিয়াচং প্রতিনিধি মোঃ মোশাহেদ মিয়াসহ বিভিন্ন পর্য্যায়ের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। র্যালীসহ সার্বিক অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন যায়যায়দিন পত্রিকার বানিয়াচং উপজেলা প্রতিনিধি সাংবাদিক শেখ যোবায়ের জসিম।