নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবি ও শালিস বিচারক এড. জাবিদ আলী আর নেই (ইন্নালিল্লাহি……রাজিউন)। তিনি গতকাল বুধবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তার মৃত্যুতে দেবপাড়া ইউনিয়নসহ উপজেলার সর্বত্র শোকের ছায়া নেমে আসে। অশ্র“ সিক্ত হয়ে অনেকেই তার মরদেহ দেখতে গিয়ে হাউমাউ করে কেদেঁ উঠেন। শেষবারের মতো তাদের প্রিয় নেতাকে দেখতে সকাল থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভীড় জমে মরহুমের গ্রামের বাড়ি সদরঘাট গ্রামে। বেলা সাড়ে ৫ ঘটিকায় মরহুমের জানাজার নামাজ সদরঘাট নতুন বাজার ঢাকা-সিলেট মহাসড়কে অনুষ্টিত হয়। বিশাল ওই জানাজার নামাজটি জনসমুদ্রে পরিনত হয়। হাজার হাজার মানুষ এতে অংশ গ্রহন করেন। জানাজার পুর্বে এক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন গাজী মোহাম্মদ শাহনওয়াজ এমপি’র ছোট ভাই গাজী মোহাম্মদ জাফর সাদী কয়েছ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, সাবেক চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসান, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এড. আবুল ফজল, জেলা পরিষদ সদস্য এড. সুলতান মাহমুদ, ইউপি চেয়ারম্যান এমদাদুর রহমান মুকুল, আবু সিদ্দীক, সাজু চৌধুরী, সাবেক চেয়ারম্যান আ.ফ.ম ফখরুল ইসলাম কালাম, ডাঃ শাহ আবুল খয়ের, এলাইচ মিয়া, জেলা পরিষদ সদস্য আব্দুল মালিক প্রমূখ। অন্যান্যের মধ্যে অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) আতাউল গণি ওসমানী, পৌর মেয়র আলহাজ¦ ছাবির আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু, মোস্তাক আহমদ মিলু, প্যানেল মেয়র-১ এটিএম সালাম, ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুছা, ছাইম উদ্দিন, মুহিবুর রহমান হারুনসহ জেলা আইনজীবি সমিতির নেতৃবৃন্দ, রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহন করেন। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে কয়েক শতাধিক গাড়ী আটকা থাকে। এদিকে নবীগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমিতির সভাপতি ইজাজুর রহমান ও সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মুকুল এক বিবৃতিতে ইউপি চেয়ারম্যান এড. জাবিদ আলীর মৃত্যুতে সমিতির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।