এম এ বাছিত/কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ চিকিৎসা শেষে বাড়ি ফেরা হলনা বিধবা হাজেরার (৩৭)। এনা পরিবহণের একটি ঘাতক বাস তার প্রাণ কেড়ে নিয়েছে। এ সময় সাথে থাকা মেয়ে শাবানা বেগম (১৮) আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত হাজেরা নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামের মৃত লেচু মিয়ার স্ত্রী। গতকাল দুপুরের দিকে ঢাকা-সিলেট মহা-সড়কের আউশকান্দি নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হাজেরা বেগম শারীরিক চিকিৎসার জন্য মেয়ে গার্মেন্টসকর্মী শাবানাকে সাথে নিয়ে হীরাগঞ্জ বাজারে যান। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় সিলেটগামী এনা পরিবহনের একটি বাস তাকে পিষ্ট করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে নবীগঞ্জ থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। থানার ওসি মোঃ জাহাঙ্গীর আলম এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান দিলাওর হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের প্রচেষ্টায় যান চলাচল স্বাভাবিক হয়। এনিয়ে ঢাকা-সিলেট এনা পরিবহন কর্তৃপক্ষের সাথে সমঝোতার উদ্যোগ নেয়া হয়েছে। এলাকাবাসী জানান, একই স্থানে সম্প্রতি একাধিক সড়ক দুর্ঘটনায় মহিলাসহ ৭ ব্যক্তি নিহত হন। এনিয়ে জনপদে আতংক বিরাজ করছে। দুর্ঘটনা কবলিত স্থানে স্পিডবেকার স্থাপনের দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।