বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৪:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক চুনারুঘাটে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাটি কাটার মহোৎসব শহরে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় সাবেক এমপি আবু জাহিরসহ ৭৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় লাবণ্য মেধা তালিকায় ২য় স্থান অর্জন করেছে সাংবাদিক আব্দুল হাকিমের ছোট ভাইয়ের ইন্তেকাল মোড়াকরি গ্রামে ইয়াবাসহ যুবক আটক শুভ বড়দিন আজ জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের ন্যায্য মূল্য পাওয়ার দাবি মালিকপক্ষের আজমিরীগঞ্জে ইউএনডিপি ৮৩টি নলকূপ বিতরণের তালিকা স্বজনপ্রীতির মাধ্যমে তৈরির অভিযোগ শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর বাঁধ ঝুঁকি পূর্ণ

বানিয়াচংয়ে ৪ বছরে পল্লী বিদ্যুতের ৫৪টি ট্রান্সফরমার চুরি ॥ উদ্ধার নেই

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০১৪
  • ৬০৫ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে একের পর এক পল্লী বিদ্যুতের ট্র্রান্সফরমার চুরি হচ্ছে। এতে করে সেচ প্রকল্পের মালিক ও বিদ্যুত কর্তৃপক্ষ পড়েছেন বিপাকে। মামলা মোকাদ্দমা করলেও পুলিশ মাঝে মধ্যে দুয়েকজনকে গ্রেফতার করে কোর্ট হাজতে প্রেরণ করে। পরে এরা খালাস পেয়ে যায়। অদ্যাবধি একটি ট্রান্সফরমারও উদ্ধার করা সম্ভব হয়নি। ট্রান্সফরমার চুরির সাথে জড়িত কাউকে সনাক্ত করতে পারেনি পুলিশ। অনেকটা ফ্রি স্টাইলেই এই চক্রটি হাওর থেকে ট্রান্সফরমার খুলে নিয়ে বিভিন্ন জেলায় বিক্রি করছে। তবে ডাকাতদলের ট্রান্সফরমার নয় এর ভিতরের তামার তারগুলোই তাদের বেশী পছন্দ। কারণ এ তারগুলো মূল্যবান। ডাকাতিকালে এই তারটি খুলে ট্রান্সফরমার এর বডি হাওরেই ফেলে যায়। গত ৪ বছরে এ পর্যন্ত ৫৪টি ট্রান্সফরমার চুরি হয়েছে যার মুল্য ৩২ লাখ ২ হাজার ৩০৮ টাকা বলে জানিয়েছে বিদ্যুৎ কর্তৃপক্ষ। বানিয়াচং পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, বানিয়াচংয়ের মশাকালী প্রজেক্ট থেকে গত ১ ফেব্র“য়ারী ৫কেভির ৩টি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়। যার মূল্য ১লাখ ৫ হাজার টাকা। ১১ এপ্রিল গুনই গ্রামের নাপিতবন সেচ প্রকল্পের ১০ কেভির ৩টি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়। যার মূল্য ১লাখ ৫৯ হাজার টাকা। ১৩ সালের ৬ জুন উত্তর সাঙ্গর প্রজেক্ট থেকে ১০ কেভির ৩টি ট্রান্সফরমার চুরি হয়। যায় মূল্য ১লাখ ৫৯ হাজার টাকা। একই বছরের ৫এপ্রিল আদুয়া বর্গাবন সেচ প্রকেল্পর ১৫কেভির ৩টি ট্রান্সফরমার চুরি হয়। যার মূল্য ১লাখ ৯১ হাজার টাকা। ৩ এপ্রিল ২০১৩ ইং তারিখে আদর্শবাজার সংলগ্ন কুনারবন থেকে ১০কেভির ৩টি ট্রান্সফরমার চুরি হয়। যার মূল্য ১লাখ ৫৯ হাজার টাকা। ৩০ মার্চ ২০১৩ইং মহব্বত খানী এলাকা থেকে ৫কেভির ৩টি ট্রান্সফার চুরি হয়। যার মূল্য ১লাখ ৫ হাজার টাকা। ২৭নভেম্বর ২০১১ইং দেশমূখ্য পাড়া থেকে ৫কেভির ১টি ট্রান্সফরমার চুরি হয়। যার মূল্য ৩৫ হাজার টাকা। ৭ এপ্রিল ২০০৯ইং উত্তর সাঙ্গর আছুয়া প্রজেক্ট থেকে ৩টি ট্রান্সফরমার চুরি হয়। যার মূল্য ১ লাখ ৫৮ হাজার ৩ শ ৬১ টাকা। ২০ আগষ্ট ২০১২ইং আজমিরীগঞ্জের ইছবপুর থেকে ২৫ কেভির ১টি ট্রান্সফরমার চুরি হয়। যার মূল্য ৯৭ হাজার টাকা। ২৩ জানুয়ারী ২০১২ইং ঘাগড়াকোন হাওর থকে ৫কেভির ৩টি ট্রান্সফরমার চুরি হয়। যার মূল্য ১ লাখ ৫ হাজার টাকা। ২৭ নভেম্বর ১১ইং মহব্বতখানী এলাকা থেকে ৫কেভির ১টি ট্রান্সফরমার চুরি হয়। যার মূল্য ৩৫ হাজার টাকা। ৮ এপ্রিল ২০০৯ ইং ঝিটকা থেকে ৫কেভির ৩টি ট্রান্সফরমার চুরি হয়। যার মূল্য ৭২ হাজার ১০৮ টাকা। ১ আগষ্ট ২০০৯ইং শতমুখা থেকে ৫কেভির ৩টি ট্রান্সফরমার চুরি হয়। যার মূল্য ৭৪ হাজার ৯৫২ টাকা। ২ মার্চ ২০১০ইং ইছবপুর থেকে ৫কেভির ১টি ট্রান্সফরমার চুরি হয়। যার মূল্য ৫১ হাজার ৩৯৮ টাকা। ২৬ ফেব্র“য়ারী ২০১০ইং উত্তর সাঙ্গর থেকে ১০ কেভির ২টি ট্রান্সফরমার চুরি হয়। যার মূল্য ১লাখ ৭ হাজার টাকা। ৩১ মার্চ ২০১০ইং সন্দলপুর থেকে ৫কেভির ১টি ট্রান্সফরমার চুরি হয়। যার মূল্য ৫১ হাজার ৩৯৮ টাকা। ৩১ মার্চ ২০১০ইং ছিলাপাঞ্জা থেকে ৫কেভির ২টি ট্রান্সফরমার চুরি হয়। যার মূল্য ১লাখ ৫৪ হাজার টাকা। ২ এপ্রিল ২০১০ইং আতুকুড়া থেকে ১০কেভির ১টি ট্রান্সফরমার চুরি হয়। যার মূল্য ৫৮ হাজার ২৫৪ টাক। ৬ এপ্রিল ২০১০ইং বলাকীপুর থেকে ৫কেভির ১টি ট্রান্সফরমার চুরি হয়। যার মূল্য ৫১ হাজার ৩৯৮ টাকা। ২০ এপ্রিল ২০১০ইং বালিখাল থেকে ১৫ কেভির ১টি ট্রান্সফরমার চুরি হয়। যার মূল্য ৭৩ হাজার ৮৭৭ টাকা। ১৪ মে ২০১০ইং খাগাউড়া থেকে ৫কেভির ১টি ট্রান্সফরমার চুরি হয়। যার মূল্য ৫১ হাজার ৩৯৮ টাকা। ২৩ জুন ২০১০ইং প্রথম রেখ থেকে ১০কেভির ১টি ট্রান্সফরমার চুরি হয়। যার মূল্য ৫৮ হাজার ২৫৬ টাকা। ২১ আগষ্ট ২০১০ইং হিলাল নগর থেকে ৩৭.৫ কেভির ৩টি ট্রান্সফরমার চুরি হয়। যার মূল্য ৩লাখ ৮৮ হাজার ৬০৫ টাকা। ৬ অক্টোবর ২০১০ইং কাদিরগঞ্জ থেকে ১৫কেভির ৩টি ট্রান্সফরমার চুরি হয়। যার মূল্য ২লাখ ৭১ হাজার ৭৮৫ টাকা। ১৪ অক্টোবর ২০১০ইং কাগাপাশা থেকে ৫ কেভির ৩টি ট্রান্সফরমার চুরি হয়। যার মূল্য ১লাখ ৫৪ হাজার ১৯৪ টাকা। ১১ ডিসেম্বর ১০ইং বিরাট এলাকা থেকে ১০কেভির ১টি ট্রান্সফরমার চুরি হয়। যার মূল্য ৫৮ হাজার ৯০৯ টাকা।
এ ব্যাপারে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি বানিয়াচং জোনাল অফিসের ডিজিএম একেএম আজাদ এ প্রতিবেদককে জানান, বানিয়াচংয়ের বিশাল আয়তনের সীমানায় বিদ্যুতের ট্রান্সফরমার দেখভাল করা আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠেনা। তাই এ থেকে পরিত্রাণ পেতে হলে এ বিষয়ে গণ সচেতনতা সৃষ্টি করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এ চুরি রোধ করা সম্ভব নয়। তিনি আরো জানান, সেচ ও শিল্প গ্রাহক এর ট্রান্সফরমার চুরি হলে পরবর্তীতে ওই ট্রান্সফরমারের সম্পূর্ন টাকা পরিশোধ করা হলে আরেকটি ট্রান্সফরমার প্রদান করা হয়। আবাসিক গ্রাহক এর ক্ষেত্রে প্রথমবার চুরি হলে গ্রাহককে অর্ধেক মূল্য ও ২য় বার চুরি হলে সম্পূর্ন মূল্য পরিশোধ করে ট্রান্সফরমার প্রদান করা হয়ে থাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com