প্রেস বিজ্ঞপ্তি ॥ বাহুবলে বিএনপি’র সকল ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে উপজেলা আহবায়ক কমিটি। ঘোষণা অনুযায়ী আগামী ২০ জুলাই বিকেল ৩ টায় স্নানঘাট, ২৫ জুলাই বিকেল ৩ টায় পুটিজুরী, ২৭ জুলাই বিকেল ৩ টায় সাতকাপন, ১ আগষ্ট বিকেল ৩ টায় বাহুবল সদর, ৩ আগস্ট বিকেল ৩ টায় লামাতাসী, ১৭ আগস্ট বিকেল ৩ টায় মিরপুর এবং ২৪ আগষ্ট বিকেল ৩ টায় ভাদেশ্বর ইউনিয়নের নতুন আহবায়ক কমিটি গঠন করা হবে। গতকাল সোমবার বেলা ২টায় উপজেলার মিরপুর বাজারস্থ গনি জাহান কমপ্লেক্সে বাহুবল উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির প্রথম সভায় এ ঘোষণা দেয়া হয়। উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ জাহেদুল ইসলাম জিতু মিয়ার সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম-আহবায়ক আলহাজ্ব আকাদ্দছ মিয়া বাবুল এবং যুগ্ম-আহবায়ক আলহাজ্ব সামছুল আলমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক আলহাজ্ব শেখ সুজাত মিয়া। বক্তব্য রাখেন, যুগ্ম-আহবায়ক ফেরদৌস আহমেদ চৌধুরী তুষার, এডভোকেট মিজানুর রহমান চৌধুরী, আহবায়ক কমিটির সদস্য ডাঃ মোশাহিদ হোসেন, আলহাজ্ব তজমুল হোসেন চৌধুরী, মোঃ মিজানুর রহমান চৌধুরী, মোঃ জাবেদ আলী, মোঃ আব্দুস শহিদ, মোঃ আব্দুল আওয়াল, এডভোকেট জালাল আহমেদ, এডভোকেট হাবিবুর রহমান চৌধুরী, আলহাজ্ব হুমায়ুন রশিদ, মোঃ আব্দুল হাই শিবলু ও মোঃ এনামুল হক এনাম প্রমুখ।