রবিবার, ৩০ মার্চ ২০২৫, ১০:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

আমির চান কমপ্লেক্স্রের স্বত্ত্বাধিকারী আবুল কাশেমের কন্যা তাসলিমা’র বিবাহোত্তর সংবর্ধনা প্রদান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০১৪
  • ৪৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের অত্যাধুনিক শপিং সেন্টার আমির চাঁন কমপ্লেক্সের স্বত্ত্বাধিকারী ও ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেমের কন্যা তাসলিমা আলীর জাঁকজমকপূর্ণ বিবাহোত্তর সংবর্ধনা Untitled-1 copyঅনুষ্ঠিত হয়েছে আমির চাঁন কমপ্লেক্সের মহিমা কমিউনিটি সেন্টারে। গতকাল রবিবার রাতে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে হবিগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মিলন মেলা ঘটে।
অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে অতিথিদের মধ্য থেকে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন হবিগঞ্জ-লাখাই আসনের এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির, হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আলমগীর ভূইয়া বাবুল, বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ জমির আলী, কবি তাহমিনা বেগম গিনি, বিশিষ্ট সাংবাদিক হারুনুর রশিদ চৌধুরী প্রমূখ। অনুষ্ঠানে বর-কনেকে ও তাদের আত্মীয়-স্বজনকে পরিচয় করিয়ে দিয়ে বক্তব্য রাখেন কনের পিতা আবুল কাশেম। বক্তৃতায় তিনি সকলের দোয়া কামনা করেন।
এছাড়া অনুষ্ঠানে উল্লেখযোগ্য অতিথিদের মধ্যে যোগ দেন নবীগঞ্জ-বাহুবল আসনের এমপি এম এ মুনিম চৌধুরী বাবু, সংরক্ষিত নারী আসনের এমপি অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, হবিগঞ্জের পুলিশ সুপার মোঃ কামরুল আমীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুর রউফ, হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ, অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত কুমার 1509762_619842911434425_1773487598214844919_n copyহালদার, হবিগঞ্জের এএসপিগণ, সাবেক এমপি অ্যাডভোকেট চৌধুরী মোঃ আব্দুল হাই, সিলেটের সাবেক বিভাগীয় কমিশনার মোঃ ফজলুর রহমান, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আমির হোসেন, বর্তমান সভাপতি মোহাম্মদ নাহিজ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক খোয়াই সম্পাদক আলহাজ্ব শামীম আহছান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, প্রতিদিনের বাণী সম্পাদক মোহাম্মদ শাবান মিয়া, হবিগঞ্জ চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, এডঃ এম এ মতিন খান, জেলা টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল হালীম, সাবেক সভাপতি সায়েদুজ্জামান জাহির, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গফফার আহমদ, রোটারী ক্লাব প্রেসিডেন্ট জগদীশ মোদক, সেক্রেটারি ডাঃ এস এস আল আমিন সুমন, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী হাজী ইদু মিয়া, ট্রান্সপোর্টের চেয়ারম্যান মাহবুবুর রশিদ লিটনসহ শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বর-কনের আত্মীয়-স্বজনসহ ৫শতাধিক অতিথি অনুষ্টানে অংশগ্রহন করেন।
উল্লেখ, গত বছরের ২৭ আগস্ট গ্রেটার ম্যানচেস্টারের বিলাসবহুল বল্টন এক্সেলেন্সি ব্যাঙ্কুইট হলে ইংল্যান্ডের বার্মিংহাম শহরে বসবাসরত শাহ জমশেদ আলীর ছেলে রয়্যাল ব্যাংক অব স্কটল্যান্ড এর ডেপুটি ম্যানেজার শাহ তাজনিন আলীর সাথে হবিগঞ্জ শহরের আমির চান কমপ্লেক্সের স্বত্ত্বাধিকারী আবুল কাশেমের কন্যা তাসলিমা আলীর বিয়ে সম্পন্ন হয়। গত ১৭ এপ্রিল বর-কনে ও তাদের আত্মীয়-স্বজন দেশে এলে এই বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com