শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে টর্চ লাইট জ্বালিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত ৫০ নবীগঞ্জে পাহাড় কাটা ॥ গভীর রাতে সেনাবাহিনীর অভিযান এক্সেভেটর-ট্রাকসহ আটক ৪ হবিগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় আরও একটি মামলা দায়ের নবীগঞ্জে এনায়েত খান মহিলা কলেজের উদ্যোগে প্রবাসীকে সংবর্ধনা প্রদান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় গুলিবিদ্ধ নাহিদুলকে লাখাইয়ে গ্রেফতার যুবদলের সাথে মতবিনিময় সভায় জিকে গউছ ॥ শেখ হাসিনা দেশে আসলে আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করতে হবে বাহুবলের বাবনাকান্দি গ্রামে এক ব্যক্তির লাশ উদ্ধার পরিবারের দাবি হত্যা লাখাই উপজেলা ওলামা দলের আংশিক কমিটি অনুমোদন সংবাদপত্র হকার্স সমিতির সভাপতির অর্থকড়ি ছিনতাই ॥ মামলা দায়ের প্রবাসী সাংবাদিক মুন্না, তছনু চৌধুরী ও ব্যবসায়ী ছোটন চৌধুরীকে নবীগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ মারা গেছেন ॥ শোক

  • আপডেট টাইম সোমবার, ১৫ জুলাই, ২০১৯
  • ৬৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান (জাপা) এবং সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১৪ জুন) সকাল ৭টা ৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এরশাদ রক্তে হিমোগ্লোবিনের স্বল্পতা, ফুসফুসে সংক্রমণ ও কিডনির জটিলতায় ভুগছিলেন। দীর্ঘদিন এ অসুস্থতায় ভুগলেও অবস্থা অবনতির দিকে যাওয়ায় গত ২৬ জুন এরশাদকে সিএমএইচে ভর্তি করা হয়। এরপর সম্প্রতি তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। তাঁর মৃত্যুতে হবিগঞ্জ জেলা জাতীয় পার্টি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নেতাকে শেষবারের মত দেখার জন্য হবিগঞ্জ থেকে জাপা ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঢাকায় ছুটে যান। আগামী দিন হবিগঞ্জ জেলা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নেতাকর্মীরা কালো ব্যাচ ধারণ করবে। দলীয় কার্যালয়ে দলীয় পতাকার সঙ্গে কালো পতাকা থাকবে। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, হবিগঞ্জ জেলা সভাপতি আতিকুর রহমান আতিক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক শংকর পাল বলেন-পল্লীবন্ধু হুসেন এরশাদ রাষ্ট্র ক্ষমতায় আসার পর এদেশে উন্নয়নের সূচনা করেন। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন তাঁর আমলে ঘটে। তিনি সারা বাংলাদেশে যেমন উপজেলা প্রতিষ্ঠা করেছেন। তেমনি হবিগঞ্জ জেলার ৮টি উপজেলা প্রতিষ্ঠা, সার্কিট হাউজ প্রতিষ্ঠা, জেলা পরিষদ, বানিয়াচঙ্গের এরশাদ উচ্চ বিদ্যালয়, বর্তমানে আদর্শ উচ্চ হিসেবে যেটি প্রতিষ্ঠিত, লাখাই থেকে বামৈ উপজেলা হস্তান্তর করেন। তিনি হবিগঞ্জকে মওকুমা থেকে জেলা রূপান্তরিত করেন। খোয়াই নদীর মধ্য স্থানে ব্রীজ প্রতিষ্ঠা করেন। হবিগঞ্জ-বানিয়াচঙ্গ সড়কে এরশাদ সরকার ক্ষমতা থাকাকালীন প্রথমে ইট লাগানো হয়। আন্তঃনগর ট্রেন চালু করেন। তিনি হবিগঞ্জেও আন্তঃ নগর ট্রেন সার্ভিস চালু করেন। এছাড়াও পল্লীবন্ধু শাসন আমলেই হবিগঞ্জে পল্লীবিদ্যুত সংযোগ চালু হয়েছিল। তিনি হবিগঞ্জের অসংখ্য রাস্তাঘাটের উন্নয়ন করেছেন। পাশাপাশি ঢাকা সিলেট মহাসড়কের উন্নয়নের যাত্রাও তার আমলে শুরু হয়েছিল। পল্লীবন্ধু এরশাদের এই অবদান আজীবন হবিগঞ্জবাসী স্মরণ রাখবে। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এছাড়াও শোক প্রকাশ করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু, জেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন খান, বর্তমান সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, সাবেক যুগ্ম আহ্বায়ক সম্পাদক প্রকৌশলী এমএ মুমিন চৌধুরী বুলবুল, সাবেক সহ-সভাপতি আব্দুল মুক্তাদীর চৌধুরী অপু, জাতীয় যুবসংহতির কেন্দ্রীয় নেতা কাজল আহমেদ, অ্যাডভোকেট শিবলী খায়ের, জাহাগঙ্গীর আলম চৌধুরী, হবিগঞ্জ জেলা যুবসংহতির সভাপতি প্রভাষক এসএম লুৎফুর রহমান, জাতীয় ছাত্র সমাজের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান ময়না, জেলা যুবসংহতির সাধারণ সম্পাদক শেখ জালাল, গাজী মিজবা উদ্দিন, জালাল উদ্দিন আহমেদ, আব্দুছ ছালাম মেম্বার, মোঃ তালেব আলী, জাহাঙ্গীর আলম, হাজী ফরিদ উদ্দিন, জোবায়েদ হোসেন, বিপ্লব চন্দ্র দেব, মুরাদ আহমদ, মোঃ আরব আলী, ফতেহ আলম, দিলীপ চন্দ্র বর্মন, শেখ রইছ আলী, সুহেল আহমেদ রানা, জুয়েল আহমেদ জীবন, সিরাজুল ইসলাম, হিফজুর রহমান, শাহ আলম, হিফজুর রহমান প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com