এক্সপ্রেস ডেস্ক ॥ এমন ফাইনাল ক্রিকেটবিশ্ব কখনোই দেখেনি। যে ম্যাচে কেউ জেতেনি আবার কেউ হারেনি! এমন ম্যাচেই বিশ্বকাপের শিরোপা ঘরে তুললো ইংল্যান্ড! সমান সমান লড়াইয়েও যখন সামনে দিয়ে প্রতিপক্ষ ট্রফি উঁচিয়ে উল্লাস করে তখন সেটা চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার থাকে না। শুধু দুর্ভাগ্যকেই দুষতে পারে নিউজিল্যান্ড দল। আর ভাগ্য দেবীর সাহায্য নিয়েই প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা ঘরে তুললো ক্রিকেটের জনক ইংল্যান্ড।
নিউজিল্যান্ডের ২৪১ রানের জবাবে ইংল্যান্ডও ২৪১। ম্যাচ গড়ালেঅ সুপার ওভারে। সেখানে ইংল্যান্ড আগে ব্যাটিং করে করলো ১৫, জবাব দিতে নেমে নিউজিল্যান্ডও করলো ১৫! কিন্তু হারলো কে আর জিতলো কে? অবাক হওয়ার কিছু নেই। আইসিসির নিয়মানুযায়ী সুপার ওভারেও ম্যাচ টাই হলে ম্যাচের নির্ধারক হবে বাউন্ডারি। পুরো ম্যাচে নিউজিল্যান্ড ১৬টি বাউন্ডারি মেরেছিলো আর ইংল্যান্ড ২৩টি। ফলে চারবারের ফাইনালে এসে শিরোপা উৎসবে মাতলো ইংলিশরা।