স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ী বাজারে ছিনতাইকারীদের হামলায় ডাচবাংলা ব্যাংকের ম্যানেজারসহ ৩জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে।
সুত্র জানায়, পুরাণগাও গ্রামের সুফি মিয়ার পুত্র ও ইমামবাড়ী বাজারের ডাচবাংলা ব্যাংকের ম্যানেজার জিহাদ মিয়া কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে একদল লোক জিহাদকে মারপিট করে। তাকে রক্ষায় আবুল মিয়া ও কামরুল মিয়া এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে আহত করে। পরে জিহাদের নিকট থেকে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে।