স্টাফ রিপোর্টার ॥ উজান থেকে নেমে আসা পানির ঢল আর বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ায় চুনারুঘাটে ভেঙ্গে পড়ছে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়ক। এ কারণে ঝুঁকি নিয়ে ওই সড়কে চলাচল করছে যানবাহন। স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। ইতোমধ্যে সড়ক বিভাগ জরুরি ভিত্তিতে ধসে পড়া স্থানে মেরামত কাজ শুরু করেছে।
চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন ইকবাল বলেন, ‘ঢাকা-সিলেট পুরনো সড়কের চুনারুঘাট উপজেলার চন্ডি ব্রিজের কাছে রামগঙ্গা এলাকায় শনিবার রাতে সড়ক ধ্বসে পড়ে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে সড়ক বিভাগ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সংস্কারের উদ্যোগ নেই।’
তিনি আরও বলেন, ‘ধ্বসে পড়া স্থানে বালুর ব্যাগ দিয়ে সংস্কার করা হচ্ছে। পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণেই সড়ক ধ্বসে পড়েছে।’ দ্রুত বস্তা দিয়ে মেরামতের কাজ চলছে। হবিগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, ‘ধ্বসে পড়া স্থানে সড়ক বিভাগের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে জিও ব্যাগ ফেলে মেরামত করা হচ্ছে। পর্যায়ক্রমে ধসে পড়া স্থানে গাইডওয়াল তৈরি করা হবে।’
স্থানীয়দের দাবি, ধ্বসে পড়ার রাস্তার পাশে একটি ছড়া রয়েছে। সেই ছড়া থেকে এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত বালু উত্তোলন করেছে। যার কারণে সড়ক ধ্বসে পড়েছে।