নবীগঞ্জ প্রতিনিধি ॥ গত শনিবার রোটারী ক্লাব অব নবীগঞ্জ এর নতুন রোটাবর্ষ (২০১৯ -২০) উদযাপন উপলক্ষে রোটারী ক্লাবের কার্যালয় নতুন বাজার মোড়ে আশালতা ড্রাগ হাউজের ২য় তলায় কেক কেটে উদযাপন করা হয়। উদযাপন কালে উপস্থিত ছিলেন রোটারী ক্লাবের সভাপতি ডাঃ সফিকুর রহমান, রোটারিয়ান ডাঃ তাপস চন্দ্র আচার্য্য, রোটারিয়ান মোঃ সামছুল হক, রোটারিয়ান সুখেন্দু রায় বাবুল, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান এ টি এম বশির আহমেদ, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান মাহফুজুর রব রনি, জয়েন্ট সেক্রেটারী রোটারিয়ান ঝন্টু চন্দ্র রায়, ট্রেজারার রোটারিয়ান রঙ্গ লাল রায়, ক্লাব সার্ভিস ডিরেক্টর প্রতিমা রানী বনিক, ভোকেশনাল সার্ভিস ডিরেক্টর শিরিন আক্তার, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর রোটারিয়ান ডাঃ চম্পক কিশোর সাহা, ইউথ সার্ভিস ডিরেক্টর মোহাম্মদ সাদিক মিয়া, সার্জেন্ট এট আর্মস রোটারিয়ান কামাল উদ্দিন সবুজ, এডমিনিস্ট্রেশন রোটারিয়ান ডাঃ আল-মামুর শাহনাওয়াজ, সদস্য আব্দুর রকিব শিপন, মোঃ খয়রুল আক্তার চৌধুরী জুয়েল প্রমুখ।