নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা সৎঙ্গের উদ্যোগে কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে গত শুক্রবার রাতে নবীগঞ্জ গোবিন্দ জিউড় আখড়ায় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ উপজেলার ১নং বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হরেন্দ্র কুমার দাশের সভাপতিত্বে সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা সৎসঙ্গের সাধারণ সম্পাদক সুনীল চন্দ্র দাশ, হবিগঞ্জ জেলা উৎসব কমিটির সাধারণ সম্পাদক এডঃ অর্জুন চন্দ্র রায়। সভায় আলোচনা করেন, নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের সাবেক সভাপতি ডাঃ মৃনাল কান্তি দাশ বাদল, রাখাল চন্দ্র দাশ, অরুন বিজয় দাশ, বিধু ভুষন গোপ, ডাঃ মিহির লাল সরকার, তাপস বনিক, মৃম্ময় কান্তি দাশ বিজন, সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, রশময় শীল, দেবব্রত দাশ, শংকর গোপ, সুব্রত দাশ, তনয় কান্তি ঘোষ অনজন, নরেশ দাশ, রতিশ দাশ, গৌর মোহন দাশ, দিপক পাল, নিতেশ দাশ, সজল দেব, নারায়ন চন্দ্র দাশ, নয়নমনি সরকার, যাদব সুত্রধর, হিমাংশু দাশসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় সর্বসম্মতিক্রমে ডাঃ মৃনাল কান্তি দাশ বাদলকে সভাপতি, সাংবাদিক উত্তম কুমার পাল হিমেলকে সাধারণ সম্পাদক, ডাঃ মিহির লাল সরকারকে অর্থ সম্পাদক, বৌদ্ধ গোপকে সাংগঠনিক সম্পাদক করে সৎসঙ্গ বাংলাদেশ নবীগঞ্জ উপজেলা শাখার কার্যকরী কমিটির গঠন করা হয়। সভায় আগামী ১০ দিনের মধ্যে ২১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।