স্টাফ রিপোর্টার ॥ বিলে মাছ ধরাকে কেন্দ্র করে বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের নোয়াগাও গ্রামে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ উভয় পক্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-ওই গ্রামের হাফিজ মিয়া ও ইব্রাহিম মিয়ার মধ্যে একটি বিল নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল উভয় পক্ষের লোকজন বিলে মাছ ধরতে যায়। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে অর্ধশতাধিক আহত হয়। আহতদের মধ্যে বারিক মিয়া (৩৫), হাফিজ মিয়া (৪৫), সাদ্দাম মিয়া (২০), কিম্মত আলী (৫৫), ছুরত আলী (৫০), ফুলচান বেগম (৪০), ওমর মিয়া (৩৫), হাবিব (৩২), জালাল মিয়া (২৫), সাহেব আলী (৬০), সমর আলী (২৫), দরছ আলী (২৫), আরিফ মিয়া (২৮), আবেদা খাতুন (৩৫), সফর আলী (৪০) ও কাজল মিয়া (২০)কে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।