বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জে যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া

  • আপডেট টাইম রবিবার, ১৪ জুলাই, ২০১৯
  • ৪৯১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ডিগ্রী কলেজে সংবর্ধনা ও নবীন বরন অনুষ্ঠানে বক্তব্য দেয়া নিয়ে ইনাতগঞ্জ ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টায় ইনাতগঞ্জ ডিগ্রী কলেজ প্রাঙ্গণে কলেজের উদ্যোগে গভর্নিংবডির সভাপতি স্থানীয় সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহ নওয়াজ মিলাদকে সংবর্ধনা, সাবেক সাংসদ এম এ মুমিন চৌধুরী বাবুকে বিদায় সংবর্ধনা ও নবীন বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ আসন গ্রহন করার পর ছাত্রলীগের ২ নেতা কলেজ ছাত্র কাইফু আহমেদ ও জাহান বক্তব্য দেন। এ সময় যুবলীগের নোমান আহমেদ তার অনুসারী মিঠু দেবকে বক্তব্য দিতে বললে কলেজের শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়, পূর্বের নির্ধারিত তালিকা অনুযায়ী বক্তব্য দেয়া হচ্ছে। পূর্ব নির্ধারিত তালিকার বাহিরে কেউ বক্তব্য দেয়ার সুযোগ নেই।
এ সময় নোমান অধ্যক্ষ সনজিত সেন রায়ের উপর চাপ সৃষ্টি করেন। এ সময় অধ্যক্ষ নীরব ভূমিকা পালন করেন। এর জের ধরে এক পর্যায়ে স্থানীয় ইউপি সদস্য ও যুবলীগ নেতা সাফু আলম, কাইফু, জাহান গংদের সাথে নোমান ও তার সহযোগীদের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে পরিস্থিতি ব্যাপক আকার ধারন করলে দুপক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় দর্শক সারিতে বসা কলেজের ছাত্র ছাত্রীরাসহ স্থানীয় এলাকার লোকজন দিগবিদিক ছুটাছুটি করতে থাকেন।
পরে প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও মঞ্চে থাকা প্রধান অতিথি সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ রাগ করে মঞ্চ ত্যাগ করেন। তাৎক্ষণিক ভাবে আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ কলেজ কর্তৃপক্ষ সংসদ সদস্যকে আবার মঞ্চে ফিরিয়ে নেন।
পরে সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংসদ গাজী মোহাম্মদ শাহ নওয়াজ মিলাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য এম এ মুমিন চৌধুরী বাবু, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ- হাসান প্রমুখ। ইনাতগঞ্জ ডিগ্রী কলেজের ভাইস প্রিন্সিপাল নুরুল আমিন জানান, অনুষ্ঠানে বক্তব্য দেয়া নিয়ে একটা ঝামেলা হয়েছে। পরে এটা সমাধান হওয়ার পর অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com