শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব ১৯৭৯ সালে গঠিত হয়। হবিগনজ জেলার অন্যতম এই প্রেসক্লাব কেবল সাংবাদিকতাই নয় সামাজিকতা ও সম্পর্ক উন্নয়নে ইতিমধ্যে জনতার প্রেসক্লাব নামে সাধারণ মানুষের কাছ থেকে এই ভালবাসা অর্জন করেছে। তাই সকলে মিলে সম্ভাব্য আগামী ডিসেম্বর মাসে এই প্রেসক্লাব উদযাপন করতে চায় ৪ দশক। এই আয়োজনকে সামনে রেখে চলছে প্রাক প্রস্তুতি সভা। এতে ক্লাবের সদস্যবৃন্দ স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ করেন।