স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে বিজয়ী মেয়র মিজানুর রহমান মিজান শপথ নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ শপথ অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান সিলেট বিভাগীয় কমিশনার মোঃ মোস্তাফিজুর রহমান। প্রসঙ্গত, গত ২৫ জুন হবিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিজান।