আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরের শাহপুর নতুন বাজার এলাকায় বৃহস্পতিবার দুপুরে বাস চাপায় স্থানীয় মসজিদের মুয়াজ্জিন নিহত হওয়ার ঘটনায় মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় জনতা। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে শাহপুর নতুন বাজার এলাকায় সড়ক পারাপারের সময় সিলেট থেকে কুমিল্লাগামী যাত্রীবাহি এক বাস চাপায় শাহপুর জামে মসজিদের মুয়াজ্জিন বাঘাসুরা ইউনিয়নের আলীনগর গ্রামের বাসিন্দা ফিরোজ মিয়া (৪৫) ঘটনাস্থলে মারা যায়। এ সময় উত্তেজিত জনতা মহাসড়কে গাছ ফেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ও জনপ্রতিনিধিরা পরিস্থিতি শান্ত করেন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী জানান উল্লেখিত ঘটনায় মহাসড়কে প্রায় ৩০ মিনিট যানবাহন চলাচল বন্ধ ছিল। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।