প্রেস বিজ্ঞপ্তি ॥ পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য বিষয়ে বিশেষ অবদান রাখায় হবিগঞ্জ সূর্যের হাসি ক্লিনিককে জেলা শ্রেষ্ট বেসরকারী সংস্থা হিসেবে পুরস্কৃত করা হয়েছে। গতকাল বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেয়া হয়। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক মীর সাজেদুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তারেক মোহাম্মদ জাকারিয়া, বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ শাহাদাত হোসেন হাজরা, লাখাই উপজেলা চেয়ারম্যান এডঃ মুশফিউল আলম আজাদ, বিটিভির জেলা প্রতিনিধি আলমগীর খান প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ডাঃ আব্দুর রব মোল্লা।
সভা শেষে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য বিষয়ে বিশেষ অবদান রাখায় হবিগঞ্জ সূর্যের হাসি ক্লিনিককে জেলা শ্রেষ্ট বেসরকারী সংস্থা হিসেবে ঘোষণা দিয়ে ক্লিনিক ম্যানেজার মতিলাল দাশ এর হাতে শ্রেষ্টত্ব ক্রেষ্ট ও সনদ তুলে দেয়া হয়।