নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে টমটম উল্টে শিশুসহ ৫ যাত্রী আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালের দিকে নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কের পৌর এলাকার কলেজপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, টমটমটি যাত্রী নিয়ে নবীগঞ্জ থেকে তারনগাও যাচ্ছিল। কলেজপাড়া এলাকায় এলাকায় পৌছুলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় টমটমটি উল্টে যায়। এতে শিশুসহ ৫জন আহত হয়। আহতদের মধ্যে মোছাঃ নূরজাহান বেগম (৬০), সুজাত মিয়া (১৫), মোঃ মস্তাকিম মিয়া (৮), আলামীন মিয়া (১৯) ও রাসেদা বেগম (২৮)কে স্থানীয়রা উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা প্রদান করেন।