নবীগঞ্জ প্রতিনিধি ॥ বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সীমান্তিক এম.আই.এইচ.ডি প্রজেক্ট নতুন দিনের সহযোগিতায় ইউ.এস.আই.ডি এবং এস.এম.সি ও নবীগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে নবীগঞ্জে আলেচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য চত্বরে এ অনুষ্টানটি অনুষ্টিত হয়েছে। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার তৈাহিদ বিন হাসানের সভাপতিত্বে ও মোঃ পরিদর্শক মোঃ জুয়েল মিয়ার পরিচালনায় এতে বক্তব্য রাখে নবীগঞ্জ উপজেলা প.প. কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, ডাঃ প্রিয়াংকা পাল মোঃ শাহাদাৎ হোসেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোঃ আলমগীর মিয়া, এনজিও কর্মী কবির মিয়া, মীর হুমায়ুন, নবীগঞ্জ উপজেলার এফ, এস ছফিনা বেগম প্রমুখ। সভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন জালাল মিয়া, গীতা পাঠ করেন কংকন দাশ। সভায় মাঠ পর্যায়ে কাজের শ্রেষ্টত্ব অর্জনকারী ইউনিয়ন ও প্রতিনিধিকে পুরস্কার বিতরণ ও সনদ প্রদান করেন অতিথিবৃন্দ।