স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলামের উদ্যোগে সুতাং নদীর পানি দূষণ তথা এর ক্ষতিকর প্রভাব থেকে মুক্তির জন্য করণীয় নির্ধারণ বিষয়ে হবিগঞ্জের সাংবাদিকদের সাথে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সন্ধ্যায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত পরামর্শ সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি হারুনুর রশিদ চৌধুরী। এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আরা, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রুহুল হাসান শরীফ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মনসুর উদ্দিন ইকবাল, গোলাম মোস্তফা রফিক, মোঃ ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, শুয়েব চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছু রহমান খোকন, সাবেক সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য্য রিংকু, রাজিউড়া ইউপি চেয়ারম্যান মোঃ কামাল, টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি রাসেল চৌধুরী, বাপা সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, অনুপ কুমার দেব মনা, সাংবাদিক সফিকুল আলম চৌধুরী, রাশেদ আহমদ খান, চৌধুরী মাসুদ আলী ফরহাদ, প্রদীপ দাস সাগর প্রমুখ।
হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম বলেন, হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ যেভাবে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সফলভাবে সরকারী জায়গা উদ্ধার করছেন, সেভাবেই সুতাং নদীর পানি দুষনমুক্ত করা সম্ভব হবে। এছাড়া সুতাং নদীর পানি দুষনমুক্ত করণে ভুক্তভোগিদের নিয়ে পরামর্শ করে পরবর্তী করনীয় সম্পর্কে নির্ধারণ করবো। তিনি বলেন, নির্দিষ্ট কোন কোম্পানীর বিরুদ্ধে আমাদের অভিযোগ নেই। যাদের বিষাক্ত বর্জ সুতাং নদীর পানিকে দোষিত করছে তাদের বিরুদ্ধেই আমাদের অভিযোগ। আমরা চাই দুষনমুক্ত সুতাং নদী। তিনি বলেন, কিছু দালাল আছে যারা কোম্পানীর নিকট বিক্রি হয়ে যায়। তিনি বলেন, আমি টাকার কাছে কখনো বিক্রি হইনি। সুতাং নদীর পানি দুষণ মুক্তকরণে পরামর্শ সভা শুরুর সাথে সাথে দালালদের ফিস বেড়ে গেছে। কিন্তু সকলে আন্তরিকভাবে আমাকে সহযোগিতা করলে আমি সুতাং নদীর পানি দুষনমুক্ত করবো ইনশাআল্লাহ।