মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গে একই দিনে ৫/৬নং ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রেরিত পত্রের মাধ্যমে সাময়িক বরখাস্ত ও ৩নং ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয় থেকে প্রেরিতপত্রে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।
অভিযোগ রয়েছে, ৫/৬নং ভূমি অফিসের তহশিলদার সাদ আহমেদ দীর্ঘদিন যাবৎ এ অফিসে চাকুরী করে আসছেন। এ সুবাধে তিনি অত্র অফিসে সিন্ডিকেট এর মাধ্যমে জমির পর্চাসহ ভূমি সংক্রান্ত কাজের জন্য সেবা প্রত্যাশীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করেন। এছাড়া অফিস সময়ের মধ্যে তিনি কখনো অফিসে আসেন নি। নানা অভিযোগ নিয়ে ভূক্তভোগীরা বিভিন্ন সময়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত এবং মৌখিকভাবে অভিযোগ দিয়ে আসছিল। ইতিমধ্যে বেশ কয়েকটি অভিযোগ এর সত্যতাও পেয়েছে কৃর্তপক্ষ। এরই প্রেক্ষিতে জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ ৫/৬নং ভূমি অফিসের সহকারী তহশিলদার সাদ আহমেদকে সাময়িক বরখাস্ত করেন। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ছাব্বির আহমদ আকুঞ্জীর সাথে যোগাযোগ করা হলে, তিনি ৫/৬নং ভূমি অফিসের তহশিলদার সাদ আহমেদ এর সাময়িক বরখাস্তের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। এদিকে গত ৯ জুলাই জেলা প্রশাসক ৩নং ভূমি অফিস পরিদর্শনে গেলে অত্র ভূমি অফিসের কার্যক্রমসহ সার্বিক পরিবেশে দেখে অসন্তোষ প্রকাশ করেন। এরই প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকার ইউনিয়ন ভূমি অফিস এর সহকারী কর্মকর্তা মোঃ কুতুব উদ্দিনকে নোটিশ প্রদান করেন। কেন তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হবে না তার সন্তোষজনক ব্যাখ্যা পত্র প্রাপ্তির ৩ কার্যদিবসের মধ্যে কর্তৃপক্ষের মাধ্যমে দাখিলের জন্য নির্দেশ প্রদান করা হলো মর্মে নোটিশে বলা হয়েছে।