স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহতলীর গোবিন্দপুর স্লুইচ গেইট এলাকায় মাদক ক্রেতা ও বিক্রেতাদের অভয়ারণ্য পরিণত হয়েছে। এতে নষ্ট হয়ে যাচ্ছে এলাকার পরিবেশ। জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার ৩নং তেঘরিয়া ইউনিয়নের গোবিন্দপুর খোয়াই নদীর বাঁধের উপর নির্মিত স্লুইচ গেইট এলাকায় জনৈক্য ২ ব্যক্তি স্থাপনা নির্মাণ করে অবৈধ মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন। প্রতিদিন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা বয়সের মানুষের সমাগম ঘটে ওই স্থানে। এতে একদিকে যেমন এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে অপর দিকে যুবসমাজ দিন দিন ধাবিত হচ্ছে ধ্বংসের দিকে। এমন অবস্থান থেকে মুক্তিচান এলাকার সাধারণ মানুষ।
নাম প্রকাশ না করার শর্তে জনৈক্য ব্যক্তি বলেন, স্লুইট গেইট এলাকা মাদক ব্যবসায়ী ও ক্রেতাদের অভয়ারন্যে পরিণত হয়েছে। প্রতিদিন চিহ্নিত অপরাধীরা এই স্থানে এসে জড়ো হয়। আর এর ছত্রছায়ায় রয়েছে স্থানীয় কিছু প্রভাবশালী। তিনি বলেন, আমরা এই অবস্থান থেকে পরিত্রান চাই। নইলে আগামীর জন্ম হয়ে উঠবে মাদকাসক্তময়।