স্টাফ রিপোর্টার ॥ দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষে বানিয়াচং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আলহাজ্ব মোঃ লুৎফুর রহমানকে আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমদকে প্রথম যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। গতকাল বুধবার জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশিম ও প্রথম যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জি কে গউছ এই কমিটির অনুমোদন দিয়েছেন। কমিটির অন্যান্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক ওয়ারিশ উদ্দিন খান, ফরহাদ হোসেন বকুল, এডভোকেট আব্দুল কাদির, মহিবুর রহমান বাবলু, মোঃ খালেদ মিয়া, মতিউর রহমান মতু, শেখ আমির হোসেন ও শেখ সালাউদ্দিন ফারুক, সদস্য ডাঃ সাখাওয়াত হোসেন জীবন, মজিবুল রহমান মারুফ, মখলিছুর রহমান আবু, এডভোকেট ছামিউল খান, মোঃ ছামির আলী, বাহার মিয়া, মোতাব্বির হোসেন, আব্দাল চৌধুরী, এডভোকেট মিজানুর রহমান, শেখ ওমর ফারুক, আব্দুল খালেক বেলাল, আব্দুল কাদির দোলা, নুরুল হুদা, কবির মিয়া, মকবুল হোসেন খান, মর্তুজ আলী, গউছ উদ্দিন চৌধুরী, মোঃ তারা মিয়া, রুহুল আমিন, ইন্তাজ ভুইয়া ও শামছুদ্দিন রিপন।