আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার বুল্লা ইউনিয়ন পরিষদের ৩নং সংরক্ষিত আসনের (সাধারণ ওয়ার্ড ৭,৮,৯) উপ-নির্বাচনে ২ প্রার্থীর মাঝে গতকাল প্রতীক বরাদ্দ করা হয়েছে। এরা হলেন মোছাঃ জাহানারা বেগম (হেলিকপ্টার) ও মোছাঃ মনোয়ারা খাতুন (মাইক)। উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার মুহম্মদ মোশারফ হোসেন খান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন। উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ হাজার ৭শত ৭৭জন। এর মধ্যে পুরুষ ২৮৭৮ জন ও মহিলা ভোটার সংখ্যা হচ্ছে ২৮৯৯ জন। আগামী ২৫ জুলাই এ আসনের ভোট গ্রহন অনুষ্টিত হবে।
উল্লেখ, গত ১০ মার্চ লাখাই উপজেলা পরিষদ নির্বাচনে বুল্লা ইউনিয়নের ৩নং সংরক্ষিত আসনের মহিলা সদস্য জাহানারা বেগম নির্বাচনে অংশ নেওয়ায় ওই পদ শুণ্য হয়।