প্রেস বিজ্ঞপ্তি ॥ বীর মুক্তিযোদ্ধা নোয়াব চৌধুরী সামাজিক সংগঠনের উদ্যোগে মরহুম নোয়াব চৌধুরী’র ৭১তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে গতকাল বিকাল ৪টায়। নবীগঞ্জ উপজেলার রসূলগঞ্জ বাজারের মিনহাজ শপিং সেন্টারে এক অনাড়ম্ভর অনুষ্ঠানের মাধ্যমে মুক্তিযোদ্ধা নোয়াব চৌধুরী’র জন্মদিন পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা নোয়াব চৌধুরী সামাজিক সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম। রসূলগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও অত্র সংগঠনের উপদেষ্টা সেকুল ইসলাম চৌধুরী, রসূলগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা সামাদুল হক চৌধুরী, বাজার ব্যবসায়ী সমিতির সহ সাধারণ সম্পাদক খালিক মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী এমরান মিয়া, বক্তারপুর আবুল খায়ের উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এর শিক্ষক মোহন মিয়া, আব্দুর রহমান, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নোয়াব চৌধুরী’র পুত্র মোঃ নাসির চৌধুরী তারভীর, অত্র সংগঠনের সভাপতি এস এম রাজু তালুকদার, সাধারণ সম্পাদক ভুবন মালাকার, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান তামিম, জাবেদ আলী, জাকির হোসেন আপন, আজহারুল হক চৌধুরী হৃদয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাহুফুজুল আহমেদ, আরিয়ান আহমেদ সিয়াম, ফয়সল আহমেদ, মিলন পাল, রাজিব রায় রাজু, রুয়েল আহমেদ কর্নেল, উজ্জল মিয়া, সায়েল আহমেদ, আবুল হাসনাত, শুভ আচার্য্য, রাসিম আহমেদ, সাইফুল ইসলাম, আরিফুল হক চৌধুরী, জিসান আহমেদ, শুবল মালাকার, রিয়াদ মিয়া, শেখ রিয়াদ সিদ্দিকী, নুরে ফয়সল সিদ্দিক, সৌরভ দাশ, আজিজুল হক চৌধুরী, রাসেল আহমেদ সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।