আজিজুল ইসলাম সজীব ॥ মিতালী বাসের হেলপারের হামলায় সিএনজি চালক রোমান মিয়া (২৮) গুরুতর আহত হয়েছে। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। সে চুনারুঘাট উপজেলার শ্রীকুটা গ্রামের আব্দুস সামাদ এর ছেলে।
আহত রোমান মিয়া জানান, গ্যাস আনতে সেমকো সিএনজি স্টেশনে যান। সেখান থেকে ফিরত আসার পথে শাবাজপুর ব্রীজ সংলগ্ন স্থানে একটি যাত্রীবাহি মিতালী বাস তাকে ধাক্কা দিলে সিএনজিটি ক্ষতিগ্রস্থ হয়। তখন সিএনজি চালক রোমান মিয়া মিতালী বাসটির পিছু নেয় এবং সায়েস্তাগঞ্জে অবস্থানরত সিএনজি শ্রমিকদের অবহিত করেন। বাসটি শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ চৌরাস্তার পয়েন্টে আসার পর এখানে অবস্থানরত শ্রমিকরা বাসটি আটক করে সিএনজিকে ধাক্কায় দেয়ার কারণ জানতে চায়। এ সময় তর্কবিতর্কের এক পর্যায়ে বাসের হেলপার রুমন মিয়া উত্তেজিত হয়ে সিএনজি চালক রোমান মিয়াকে ছুরি দিয়ে ক্ষতক্ষিত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। এদিকে ঘটনাস্থল থেকে সিএনজিটিকে পুলিশ আটক করলেও বাসটি ছেড়ে দেয়।