মাধবপুর প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার মুক্তিযুদ্ধা চত্ত্বর এলাকায় ফারইস্ট স্পিনিং মিলের একটি কাভার ভ্যানে তল্লাশী চালিয়ে ৬ কেজি গাঁজাসহ ড্রাইভার ও সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১০টায় থানার এস আই কামাল হোসেন তাদের গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হল কার্ভাড ভ্যান চালাক কুমিল্লার মৃত আলী আহম্মদের ছেলে ইকবাল হোসেন (৩৫), সহকারী উপজেলার সুরমা চা বাগানের আঃ জব্বারের ছেলে হৃদয় হোসেন (২৫)। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সূত্রে জানায় ওই ফ্যাক্টরির পরিবহন ঠিকাদারের লোকজন সুকৌশলে সীমান্ত এলাকার মাদক এভাবে পাচার কোম্পানীর গাড়ী ব্যবহার করছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে.এম.আজমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।