স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কোর্ট স্টেশন এলাকায় জেলা পরিষদের সদস্যকে মারপিটের অভিযোগে শফিউল আলম চৌধুরী শামীম (৩৫) কে আটক করেছে পুলিশ। এদিকে আহত জেলা পরিষদ সদস্য সালেহা আক্তার লাকীকে (৩৫) হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাকী এ ঘটনায় শামীমকে আসামী করে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার বিবরণে ও আহত সালেহা আক্তার জানান, শহরের নিউ মুসলিম কোয়ার্টার এলাকার বাসিন্দা ও স্নানঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মুজিবুর রহমান চৌধুরী বড় ছেলে শামীম এর সাথে ১৮ সালের ৭ ডিসেম্বর ফেইসবুকে পরিচয় হয়। এর পর থেকে তাদের মাঝে যোগাযোগ হতো। এক পর্যায়ে তারা কাবিন মুলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। শামীম সালেহার বাসায়ই থাকতেন। গত সোমবার রাত ১০ টার দিকে সালেহাকে টাকার জন্য মারপিট করে রুমে আটকে রাখে শামীম। পরে পরিবারের লোকজন শামীমকে আটকে রেখে থানায় খবর দিলে এসআই সাহিদ মিয়ার নেতৃত্বে একদল পুলিশ শামীমকে আটক করে থানায় নিয়ে আসে। শামীমকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে শামীমের অভিযোগ তাকে আটকে রেখে সালেহার পরিবারের লোকজন মারধর করেছে। এতে তিনি আহত হন।
এ ব্যাপারে সদর থানায় ওসি মোঃ মাসুক আলী জানান, সালেহা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। এর প্রেক্ষিতে শামীমকে আটক করা হয়েছে।